সরকার কী ভাবছে?
২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনার পতনের পর তিন দিন কার্যত সরকারবিহীন ছিল বাংলাদেশ। এর মধ্যে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেন। আটই অগাস্ট ফ্রান্স থেকে দেশে ফিরে শপথ নেন অধ্যাপক ইউনূস।
“কেবল নতুন সরকারের শপথ গ্রহণ ছাড়া এই দিনটির আর বিশেষ কোনো তাৎপর্য নেই,” বিবিসি বাংলাকে বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান।
এমন নানা আপত্তি ও আলোচনার প্রেক্ষাপটে সরকার কী ভাবছে?
“দিবসগুলোর বিষয়ে সরকার পুনর্বিবেচনা করছে। দুয়েক দিনের মধ্যে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে,” বিবিসি বাংলাকে বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মি. ভূঁইয়া বলেন, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই যেকোনো সিদ্ধান্তের বিষয়ে ‘ফ্লেক্সিবল'(নমনীয়)। সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করে আসছে।
অধ্যাপক শাহানের মতে, দিবস ঘোষণার মধ্য দিয়ে মূলত সরকার তার লিগ্যাসি (উত্তরাধিকার) রাখার চেষ্টা করছে।
“কিন্তু, সেটা তো করবে কাজের মধ্য দিয়ে। যদি অনেক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে, তাহলে এই সরকারকে একটা ধন্যবাদ দেওয়া যেতে পারে। তার জন্য একটা আস্ত দিবস রাখা তো অর্থহীন,” বলছিলেন এই অধ্যাপক।
সরকার গঠনের দিন একটি বিশেষ দিবস হিসেবে পালিত হওয়া উচিত কি না, বিবিসি বাংলার পক্ষ থেকে এমন প্রশ্ন করা হয় জুলাই অভ্যুত্থানের অন্যতম একজন নেতা এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।
“উচিত কি উচিত না সেটা বলা আমার দিক থেকে ঠিক হবে না,” উত্তরে বলেন তিনি।
আটই অগাস্ট ছাড়া অন্য দিবস দু’টির ব্যাপারে উল্লেখযোগ্য কোনো আপত্তি দেখা যায়নি।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ই জুলাই প্রথম আন্দোলনকারী হিসেবে নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার গুলিবিদ্ধ হওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আন্দোলন জোরদার হয়ে ওঠে।
যার ২০ দিনের মাথায় পাঁচই অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।
আন্দোলনের সময়কালের নিরিখে এই দু’টি তারিখ তাই বিশেষ গুরুত্ব বহন করে।
সরকারের তথ্য অধিদফতরের পৃথক দুইটি তথ্য বিবরণীতে ১৬ই জুলাই, পাঁচই অগাস্ট ও আটই অগাস্টের কথা উল্লেখ করে, প্রতিবছর যথাযথভাবে এই দিবসগুলো প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে বলা হয়েছে।