ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এবং মধ্যপ্রাচ্যে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যেই সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনালাপ করেন।
বৃহস্পতিবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে দুই দেশের নেতারা আঞ্চলিক স্থিতিশীলতা, ইসরায়েল-ইরান উত্তেজনা এবং নিরাপত্তা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিবৃতিতে বলা হয়, “পররাষ্ট্রমন্ত্রী রুবিও জোর দিয়ে বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না। উভয় নেতা ইসরায়েল ও ইরানের মধ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।”
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে পাকিস্তানকে পাশে চেয়ে যুক্তরাষ্ট্র কৌশলগত কূটনীতি চালিয়ে যাচ্ছে। ইসলামাবাদ ঐতিহ্যগতভাবে ইরানের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে এবং মুসলিম বিশ্বের একটি প্রভাবশালী দেশ হওয়ায় এ অঞ্চলে পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াশিংটন।
এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বহুদিন ধরেই উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব। তেহরান বারবার দাবি করে আসছে যে, তাদের পরমাণু কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই দাবি নিয়ে সন্দেহ পোষণ করে।
বিশ্বরাজনীতির এই জটিল প্রেক্ষাপটে রুবিও-শাহবাজের ফোনালাপকে একটি কৌশলগত বার্তা হিসেবেই দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।