ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমরা কারো ওপর আঘাত হানিনি। তবে কেউ যদি আমাদের ওপর আগ্রাসন চালায়, তাহলে সেটি আমরা কখনোই মেনে নেব না। কোনো পরিস্থিতিতেই না। ইরানি জাতির যুক্তি খুব পরিষ্কার- আমরা কারো আগ্রাসনের কাছে মাথা নত করব না। আমরা প্রতিরোধ করব, সম্মানের সঙ্গে বাঁচব।
সোমবার (২৩ জুন) বিকেলে কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর কঠোর প্রতিক্রিয়া দিয়ে এক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় এসব কথা কবলেন তিনি।
এর আগে, কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে নিশ্চিত করে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অ্যারাবিক।
স্থানীয় সময় সোমবার (২৩ জুন) বিকেলে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার ফলে দোহার একটি অংশ বিস্ফোরণে কেঁপে ওঠে। হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে এই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।