সুইজারল্যান্ডের একজন বিশেষজ্ঞ বলেছেন, ইরানের ওপর মার্কিন হামলা প্রমাণ করে যে, ওয়াশিংটন আর বিশ্ব মঞ্চে নেতৃত্বের ভূমিকা পালন করে না, বরং কেবল ইসরায়েলের ইচ্ছা পূরণ করে। জেনেভা ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (GIPRI)-এর সচিব হিচেম লেহমিচি বার্তা সংস্থা তাসকে এ কথা বলেন।
এই বিশেষজ্ঞের মতে, ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার লক্ষ্য ছিল ‘কোনো গুরুত্বপূর্ণ মার্কিন বা পশ্চিমা স্বার্থ রক্ষা করা’ নয়। বরং এই আক্রমণ মূলত ‘ইসরায়েলের অতি-ডানপন্থী মেসিয়ানিক শক্তির’ যুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
লেহমিচি বিশ্বাস করেন, এটি দেখায় যে, ‘ওয়াশিংটন আর ইসরায়েলি নেতৃত্বকে আদেশ দেয় না, বরং (তাদের) মেনে চলে’।
লেহমিসি ইরানের ওপর হামলাকে ‘অবৈধ, একতরফা সিদ্ধান্ত’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেন, ‘আন্তর্জাতিক আইন পদদলিত হচ্ছে। সম্মিলিত নিয়ম আর নেই, আমরা বিশ্বের বর্বরতার দিকে পতিত হওয়ার আরেকটি পর্ব উন্মোচিত হওয়া ছাড়া আর কিছুই দেখতে পারছি না।’
এর আগে গতকাল রোববার ভোরে যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ‘সফল আক্রমণ’ চালিয়েছে।
গত ১৩ জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে। লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান। এরপর তেহরান ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক আক্রমণ চালায়। পরের দিনগুলোতে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।