যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতার একজন প্রভাবশালী উপদেষ্টা যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এবং হরমুজ প্রণালী বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি হিসেবে পরিচয় দেওয়া কঠোরপন্থী দৈনিক কায়াহান-এর প্রধান সম্পাদক হোসেইন শরিয়তমাদারি বলেছেন, ‘ফার্দো পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার পর এখন পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে।’
কায়াহানের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় শরিয়তমাদারি বলেন, ‘বিলম্ব বা দ্বিধা না করে, প্রথম ধাপেই বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা এবং একইসাথে হরমুজ প্রণালী বন্ধ করতে হবে।’
বার্তাটির শেষ অংশে কোরআনের একটি উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘তোমরা তাদের যেখানেই পাও, হত্যা করো।’
এদিকে, এখনও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই হামলার বিষয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া আসেনি।
সূত্র: সিএনএন।