গাজায় চলমান যুদ্ধ ও অধিকৃত এলাকায় শিশুদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধির কারণে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলকে ‘কালো তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার (১৯ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়েছে, ২০২৪ সালে সংঘাতপীড়িত অঞ্চলগুলোতে শিশুদের ওপর সহিংসতা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। এর মধ্যে গাজা ও পশ্চিম তীরে সবচেয়ে বেশি সহিংসতা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
‘সশস্ত্র সংঘাতে শিশু’ শীর্ষক জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে শিশুদের বিরুদ্ধে গুরুতর সহিংসতার ঘটনা বিশ্বব্যাপী ২৫ শতাংশ বেড়েছে। এ বছর ৪১ হাজার ৩৭০টি ঘটনার তথ্য যাচাই করেছে জাতিসংঘ, যার মধ্যে রয়েছে শিশুদের হত্যা, গুরুতর আহত করা, যৌন সহিংসতা, স্কুল ও হাসপাতালের ওপর হামলা ইত্যাদি।
শুধু ফিলিস্তিন ভূখণ্ড ও ইসরায়েলে ২ হাজার ৯৫৯ শিশুর বিরুদ্ধে সংঘটিত ৮ হাজার ৫৫৪টি গুরুতর সহিংসতার ঘটনা নিশ্চিত করেছে জাতিসংঘ। এ তথ্য অনুযায়ী, গত এক বছরে গাজায় ১ হাজার ২৫৯ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯৪১ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। জাতিসংঘ জানিয়েছে, গাজায় নিহত আরও ৪ হাজার ৪৭০ শিশুর তথ্য যাচাই চলছে। এছাড়া অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ৯৭ শিশুর মৃত্যুর ঘটনাও নিশ্চিত করা হয়েছে। ওইসব অঞ্চলে শিশু অধিকার লঙ্ঘনের ৩ হাজার ৬৮৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। [সূত্র: আল জাজিরা]