ভারতের জয়পুরের একটি পাঁচ তারকা হোটেলে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিলো এক দম্পতি। এই সময় জানালা খোলা থাকায় হোটেলের পাশের একটি ওভারব্রিজ থেকে ঘনিষ্ঠ মুহূর্ত ভিডিও করেন একটি পথচারী। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এতে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টার দিকে।
ভিডিওতে দেখা যায়, হোটেল রুমের বড় জানালা দিয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এক দম্পতি ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। পথচারীরা হঠাৎ করে জানালা দিয়ে ওই দৃশ্য দেখতে পান এবং মোবাইলে ভিডিও ধারণ শুরু করেন।
ধারণা করা হচ্ছে, তাদের মধ্যেই একজন ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। ভিডিওর পেছনে শোনা যায় কিছু লোক চিৎকার করছে ও অশালীন ভাষা ব্যবহার করছে। এতে রাস্তার ওপর মানুষের ভিড় জমে এবং হোটেলের সামনে সাময়িক যানজট সৃষ্টি হয়।
এরপরই ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে—ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, সামাজিক শালীনতা এবং কোনো ব্যক্তিকে অনুমতি ছাড়া ব্যক্তিগত সম্পত্তির ভেতরে ভিডিও করা আইনত কতটা বৈধতা নিয়ে।
তবে এখনও পর্যন্ত দম্পতির পরিচয় জানা যায়নি। তবুও অনেক নেটিজেনরা বলছেন—তারা বিবাহিত হোন বা না-ই হোন, অনুমতি ছাড়া ভিডিও ধারণ করা সম্পূর্ণভাবে গোপনীয়তা লঙ্ঘন এবং এটি ভারতের সাইবার ও প্রাইভেসি আইনে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে।
সূত্র: হিন্দুস্তান টাইমস