ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। শুক্রবার (২০ জুন) স্থানীয় সময় ভোর থেকে এই নিক্ষেপ শুরু হয়েছে।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর আল জাজিরার।
শুক্রবার সকালে বিবৃতিতে আইডিএফ বলেছে, শুক্রবার ভোর থেকে ইসরায়েলজুড়ে সাইরেনের শব্দ পাওয়া যাচ্ছে। ইরান থেকে নিক্ষিপ্ত একের পর এক ক্ষেপণাস্ত্রের কারণে বাজছে এই সতর্কতামূলক সাইরেন। ইরানি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে ইতোমধ্যে ডিফেন্সিভ সিস্টেম চালু করা হয়েছে।
সামরিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, তারা ঘটনার প্রকৃতি যাচাই করছে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের বিয়ারশেবায় একটি হাসপাতালে বোমা হামলা দ্রুত এবং ব্যাপক আন্তর্জাতিক মনোযোগ পায়। এর তিন দিন আগে ইরানের কেরমানশাহে একটি হাসপাতালে হামলা হয়েছিল, যা আন্তর্জাতিক মহলে উপেক্ষিত ছিল।
বিয়ার শেবার হাসপাতালে বোমা হামলার পর ইসরায়েল জানায়, ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে হামলার আগেই হাসপাতালের একটি অংশ থেকে রোগীদের সরিয়ে নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, তাদের লক্ষ্যবস্তু ছিল হাসপাতালের নিকটবর্তী একটি সামরিক গোয়েন্দা সদর দপ্তর।
সকালে ইরানের এক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, আজ শুক্রবার সকালে তারা ইসরায়েলে উৎক্ষেপণের জন্য প্রস্তুত তিনটি ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মে হামলা চালিয়েছে।
তারা আরও জানিয়েছে, যে সামরিক কমান্ডার ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিলেন তাঁকেও হত্যা করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।