রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া বারবার ইসরায়েলকে আশ্বস্ত করেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। সম্প্রতি স্কাইনিউজ আরবের সাথে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরার।
রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির এক প্রতিবেদনে বলা হয়েছে সাক্ষাৎকারে পুতিন বলেছেন, রাশিয়া ধারাবাহিকভাবে ইসরায়েলকে জানিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা পোষণ করে না।
এই সপ্তাহের শুরুতে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ আল জাজিরাকে বলেছেন, প্রেসিডেন্ট পুতিন “বারবার” ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নিরসনে মস্কোর মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ এনে গত ১৩ জুন ইরানে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। জবাবে পাল্টা হামলা চালায় ইরান। টানা নবম দিনের মতো হামলা পাল্টা হামলা চলছে। এতে উভয় পক্ষের শত শত মানুষ হতাহত হয়েছেন।